ভালবাসার পিছে By Mostafizur Firoz
মনে পড়ে সেই দিনের কথা,
যেদিন তুমি দিয়েছিলে এ বুকে ব্যাথা ।।
আমি কি দোষ করেছিলাম,
ভুলে না হয় তোমাকে ভালবেসেছিলাম ।।
দিয়েছিলে যত ব্যাথা, কষ্ট, দুঃখ,
ততই হয়েছি আমি ভালবাসাতে বুভুক্ষ ।।
কখনো বলিনি থাকো একটু পাশে,
আমাকে আরেকটু ভালবেসে ।।
তবুও গেলে চলে,
আমাকে একা ফেলে।।
আজো আমি আছি বেঁচে,
তোমার ভালবাসার পিছে ।।
আজ ফেসবুকে ঢুকে কোনো কাজ পাচ্ছিলাম নাহ। তাই কি ভেবে কবিতাটা হঠাৎ করে মাত্র ২৫মিনিটের ভিতর লিখে ফেললাম।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
পোস্টটি কেমন লাগলো অথবা কোনো সমস্যা হলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।