আমি সেই সুতো [উদ্দেশ্য নেই] - তাহসান
আমি সেই
সুতো হবো
যে তোমায়
আলোকিত করে
নিজে
জ্বলে যাবো ।
আমি সেই
নৌকা হবো
যে তোমায় পার করে
নিজে নিজেই ডুবে যাবো ।
হবো সেই চোখ
যে তোমায় দেখে বুঝে যাবো
হবো সেই সুর
যে তোমায় মাতিয়ে করুন হবো।
হবো সেই
চাঁদ
যে হয়ে
গেলে রাত
তোমায় আলো দেবো ।
দিন ফিরে এলে আবার ফুরিয়ে যাবো
শুধু ভালবেসো আমায়।
জড়িয়ে আমার চোখের বৃষ্টি
আনবো রংধনু ।
শুধু আপন থেকো ভালবেসো
ভালবেসো আমায়।
করে প্রমাণ মহৎ তোমায়
হয়ে যাব আমি নগণ্য ।
এই অপরাধ হলে আমি অপরাধী
ভেবে নেবো এটাই পূণ্য।
আমি সেই
সুতো হবো
যে
তোমায় আলোকিত করে
নিজে
জ্বলে যাবো ।
আমি সেই
নৌকা হবো
যে তোমায় পার করে
নিজে নিজেই ডুবে যাবো ।
হবো সেই চোখ
যে তোমায় দেখে বুঝে যাবো
হবো সেই সুর
যে তোমায় মাতিয়ে করুন হবো।
হবো সেই
চাঁদ
যে হয়ে
গেলে রাত
তোমায় আলো দেবো ।
দিন ফিরে এলে আবার ফুরিয়ে যাবো
শুধু ভালবেসো আমায়।
জড়িয়ে আমার চোখের বৃষ্টি
আনবো রংধনু ।
শুধু আপন থেকো ভালবেসো
ভালবেসো আমায়।
Download Now Ami Sei Suto by Tahsan from the albumUddeshsho Nei (5.3 MB)-192kbps
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
পোস্টটি কেমন লাগলো অথবা কোনো সমস্যা হলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।