তুই, আমি আর তোরা (ভিটামিন টি) – রাফা
টাইটেলঃ তুই, আমি আর তোরা ।
শিল্পীঃ রাফা ।
নাটকঃ ভিটামিন টি ।
বন্ধু পথে বন্ধু হয়ে
ছায়াপথে আলো জ্বেলে
সূর্যটাকে বাঁচিয়ে রেখে
জ্যোৎস্না গুলো রাঙিয়ে দিয়ে
কল্পলোকে অবাক বিস্ময়ে
জেগে রবো তুই, আমি আর তোরা
হাসবো সাথে তুই, আমি আর তোরা ।
শুধু তুই, আমি আর তোরা ।
যখন রোদ পোড়াবে কঠিন
মেঘ
ছায়া নামবে অঝোর বৃষ্টি,
যখন অবুঝ শব্দ করবে
পুরনো সুর গান হয়ে ফেরাবে
আলো আজকে এই ঘরে ।
যে আবেগেই থাকি না কেনো
যে নতুন স্বপ্ন বিভোর থাকে না কেনো,
কেনো জানি না একসাথে আজ
তুই, আমি আর তোরা
হাসবো সাথে তুই, আমি আর তোরা ।
শুধু তুই, আমি আর তোরা ।
তুই, আমি আর তোরা
হাসবো সাথে তুই, আমি আর তোরা ।
শুধু তুই, আমি আর তোরা ।
জেগে রবো তুই, আমি আর তোরা
হাসবো সাথে তুই, আমি আর তোরা ।
শুধু তুই, আমি আর তোরা ।
Download tiger Zinda Hai Movie
উত্তরমুছুনWww.Tigerzindah.com
Good job. Carry on.
মুছুন